দেশজুড়ে

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা

রাতের আঁধারে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্ত হামলার ঘটনা ঘটেছে। এসময় দুর্বৃত্তদের হামলায় কলেজের তিন শিক্ষার্থী আহত হন।

রোববার (৮ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে ফরিদপুর শহরে অবস্থিত কলেজ ক্যাম্পাসের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, অনুজিৎ দত্ত (২২), পার্থ অধিকারী (২১) ও মো. রাশেদুল (২৪)। তারা সবাই ওই কলেজের বিভিন্ন সেমিস্টারের ছাত্র।

শিক্ষার্থীরা জানান, তাদের কয়েকটি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে। তাই তারা রাত জেগে পড়াশোনা করছিলেন। রাতে দুই শিক্ষার্থী খাবার খেতে কলেজ ক্যাম্পাস থেকে বের হলে দুর্বৃত্তরা তাদের বলেন, তারা কেন ক্যাম্পাস থেকে বের হয়েছেন; কার অনুমতি নিয়েছেন। একপর্যায়ে তাদের ওপর আক্রমণ করে কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে কলেজের শিক্ষার্থীরা এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে দেন।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের দ্বিতীয় গেটের সড়কে পর্যাপ্ত আলো না থাকায় রাতে মাদকসেবীরা সেখানে অবস্থান নেয়। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ বিষয়ে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রায়হান খান অপু জাগো নিউজকে বলেন, কলেজের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী রাতের খাবার খেতে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে এবং তাদের কাছ থেকে মানিব্যাগ ছিনতাই করে। পরে আহত শিক্ষার্থীরা দৌড়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তবে শিক্ষার্থীরা পালিয়ে আসলেও দুর্বৃত্তরা ক্যাম্পাসের গেটে এসে নেশাগ্রস্ত অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় ক্যাম্পাসের আবাসিক হলের শিক্ষার্থীরা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা গেটের সামনে থেকে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, একপর্যায়ে ক্যাম্পাসের সবাই শান্ত হয়ে হলে ফেরার কিছু পর এক দুর্বৃত্ত নেশাগ্রস্ত অবস্থায় রড ও কোদাল নিয়ে পুনরায় ক্যাম্পাসের গেটে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক শিক্ষার্থীর মাথায় আঘাত করে রক্তাক্ত করে। এতে ক্যাম্পাসের আবাসিক হলের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওই দুর্বৃত্তকে আটক করে গণধোলাই দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশকে খবর দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

এন কে বি নয়ন/এমআরআর/এমএস