১/১১ -এর সময় ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে একটি তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব নিউরোসার্জন ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের যৌথ উদ্যোগে ৬ষ্ঠ সাউথ এশিয়ান নিউরোসার্জিক্যাল ও ৮ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। নাসিম বলেন, ‘১/১১ সময়ে যে যা করেছে তা তদন্তের জন্য কমিশন গঠন হওয়া উচিত। কমিশনের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন। তাহলেই অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটানো বন্ধ হবে।’বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনের সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব নিউরোসার্জনসের সভাপতি অধ্যাপক ডা. পাওয়ান কুমার সুলতানিয়া, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব নিউরোসার্জনসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. ইউ পি দেবকাটা, বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের সাধারণ সম্পাদক ডা. রাজিউল হক প্রমুখ বক্তব্য রাখেন। মোহাম্মদ নাসিম বলেন, ১/১১ সময়ে কিছু চক্রান্তকারী চক্রান্ত করে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিলেন। কিছু বিতর্কিত ব্যক্তি ক্ষমতা দখল করতে চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা সঠিক নেতৃত্ব দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনা সঠিক নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। রাজনীতিবিদরাই দেশ সৃষ্টিসহ উন্নয়ন করে থাকেন। তাই রাজনীতিবিদদের কিছু ভুল হতেই পারে।ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের সমালোচনা করে মোহাম্মদ নাসিম বলেন, আজকে আপনি ১/১১ জন্য ভুল শিকার করছেন, ভুল স্বীকার করলেই হবে না, পদত্যাগ করতে হবে। আপনার ভুলের কারণে শেখ হাসিনাকে ১১ মাস জেলে থাকতে হয়েছে। আমাকেও জেলে নিয়ে টর্চার করা হয়েছে। এক এগারোর কারণে আমি শারীরিকভাবে অসুস্থ। আমার সুস্থতা ফিরিয়ে দেবে কে? দায়িত্ববান ব্যক্তি যদি দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে তা পদ থেকে সড়ে দাঁড়ানো উচিত। এএসএস/একে/এবিএস