দাবি পূরণ না হওয়ায় আদালত বর্জনের সময় আরও বাড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পর্যন্ত আদালতের কার্যক্রমে যোগ দেবেন না তারা।
সোমবার (৯ জানুয়ারি) পূর্ব ঘোষিত কর্মসূচির শেষ দিনে আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, আরও তিনদিন আদালতে শুনানিতে আমরা যাবো না৷ এর ভেতরে যদি আমাদের দাবি মানা না হয়, তাহলে নতুন সিদ্ধান্ত নেবো।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জনের পর পাল্টা কর্মবিরতিতে কর্মচারীরা
আদালতের একাধিক সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত একটি মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে নারী-শিশু নির্যাতন দমন-১ আদালতের বিচারকের সাথে বিতণ্ডা হয়। এরই জেরে বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি।
পরবর্তীতে জেলা জজ, নারী-শিশু আদালতের বিচারকের অপসারণ ও জেলা জজ আদালতের নাজিরের বিচারের দাবিতে ৫ জানুয়ারি থেকে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেয় আইনজীবী সমিতি।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৩ দিন আদালত বর্জনের ঘোষণা আইনজীবীদের
এদিকে বিচারকের সঙ্গে আইনজীবী সমিতির সভাপতিসহ তিন আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৭ জানুয়ারি তাদের সমন জারি করেছেন।
আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম