সাহিত্য

তুমি অবিচল হিমালয়সম

সুমনা গুপ্তা

কণ্ঠস্বরের সুরে আর অস্তিত্বে,এরপর চেতনার মানচিত্রে,দেশ থেকে দেশান্তরে,তুমি অবিচল হিমালয়সমতুমি ফিরে আসো বারবার ওই লাল সূর্যের টকটকে রঙেআর পতাকায় তুমি।পিতা, স্বদেশে তোমাকে স্বাগতমএই একবিংশ শতাব্দীর অপেক্ষায় থাকাঅজস্র চেতনায় তোমার ফিরে আসা,স্বাগতম তোমায়।

কবি: প্রাবন্ধিক ও শিক্ষক, ইংরেজি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

এসইউ/জিকেএস