৫ ডিসেম্বরের মহাসমাবেশের অনুমতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।বুধবার রাত ৮ টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংবাদ সম্মেলনের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বক্তব্য দেবেন বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।