দেশজুড়ে

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো অটোভ্যানচালকের

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় জাহান শেখ (৫০) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছেন।

বুধবার(১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহান উপজেলার রুপাপাত ইউনিয়নের সহস্রাইল বাজার এলাকার বাসিন্দা।

নিহতের ভাতিজা ইয়াদুল শরীফ জাগো নিউজকে বলেন, চাচা বুধবার সকালে সহস্রাইল বাজার থেকে ভ্যানে লাকড়ি বোঝাই করে একটি ইটভাটায় যাচ্ছিলেন। পথে উপজেলার রুপাপাত ইউনিয়নের কলিমাঝি সাইনবোর্ড এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের ধাক্কায় জাহান শেখ নামক এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/জেএস/জেআইএম