রাষ্ট্রদ্রোহ মামলায় বরিশাল জামায়াতের আমিরসহ ২২ নেতাকর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চার্জশিট দাখিল করেন।অভিযুক্তরা হলেন মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, মহানগর জামায়াতের সেক্রেটারি জহিরুদ্দিন মো. বাবর, সহকারী সেক্রেটারি মতিউর রহমান, সদস্য মতিউর রহমান, মিজানুর রহমান, আব্দুর রউফ, জয়নুল আবেদিন, আবুল কাশেম, আবুল কালাম, শাহজাহান সিরাজ, রাসেল লস্কর, শাহালম হাওলাদার, শামীম কবির, আব্দুস ছত্তার, মোস্তাফিজুর রহমান, রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, ইসমাইল হোসেন নেসারী, মোয়াজ্জেম হোসেন হাওলাদার এবং সাইফুল ইসলাম।মামলার বাদী কোতয়ালী মডেল থানার ওসি মো. শাখায়াত হোসেন মঙ্গলবার বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৫ আগস্ট নাশকতা চালিয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান বানচাল করা এবং যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ব্যাহত করার লক্ষ্যে গোপন বৈঠকে করেছিলেন জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা।১৪ আগস্ট রাতে নগরীর দক্ষিণ আলেকান্দার ডা. মাজেদ আলীর ডাইরেক্টর কোয়ার্টার ভবনে অভিযান চালিয়ে তাদের ২২জন আটক করা হয়। সেই সঙ্গে জব্দ করা হয় ২১টি মোবাইল ফোন এবং নগদ টাকা।এ ঘটনায় ৩১ আগস্ট তিনি বাদী হয়ে মডেল থানায় রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। সম্প্রতি এই মামলায় জামায়াত শিবিরের ২২ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।সাইফ আমীন/বিএ