মানবিক সংগঠন ‘স্বপ্নের রাজবাড়ী’র উদ্যোগে রাজবাড়ীর ২০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বপ্নের রাজবাড়ীর চেয়ারম্যান কানিজ ফাতেমা চৈতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
স্বপ্নের রাজবাড়ীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুর রহমান শেখ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবায়েদ মো. ফেরদৌস, জেলা আওয়ামী লীগ নেতা হেদায়েত আলী সোহরাব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, স্বপ্নের রাজবাড়ীর সদস্য শম্পা প্রামাণিক, শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ।
রুবেলুর রহমান/এসআর/এএসএম