নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতবাড়িতে চুরি করার সময় হাতেনাতে আটক শ্রমিক লীগ নেতা সরোয়ার হোসেনকে (৩৮) সহযোগীসহ কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এমদাদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের পুলিশ পরিদর্শক শাহ আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে একইদিন সকালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আনার আহমেদের বাড়ি থেকে আটক করে তাদের পুলিশে দেয় স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে চুরির ১ হাজার ২৯০ টাকা ও সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।
আরও পড়ুন: চুরি করতে গিয়ে সহযোগীসহ আটক শ্রমিক লীগ নেতা
কারাগারে যাওয়া সরোয়ার হোসেন উপজেলার ৪ নম্বর চরকাঁকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও চরকাঁকড়া গ্রামের ঘরছানি মিয়াজী বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে। তার সহযোগী হলেন, মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির আবদুল খালেকের ছেলে আলমগীর হোসেন (৩১)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে শ্রমিক লীগ নেতা সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ চোরের দল প্রথমে মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হামিদ মেম্বারের বাড়িতে ঢুকে নগদ টাকা চুরি করে। পরে রাত সাড়ে ৩টার দিকে পাশের আনার আহমেদের বাড়িতে চুরি করতে গেলে পরিবারের সদস্যরা টের পেয়ে ধাওয়া দেয়। এসময় চোর আলমগীরকে আটক করা হয়। পরে তার কথা মতে শ্রমিক লীগ নেতা সরোয়ারকেও আটক করা হয়। এসময় তাদের সহযোগী রাসেল পালিয়ে যায়। পরে মঙ্গলবার দুপুরে মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আনোয়ার আহমেদের ছেলে মো. ইব্রাহিম বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন।
আরও পড়ুন: নোয়াখালীর ছেলের প্রেমে পড়ে বাংলাদেশে মিশরীয় তরুণী
মামলার তদন্ত কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পুষ্প বরণ চাকমা বলেন, চুরির কাজে ব্যবহৃত সিএনজি, দুটি মোবাইল ও চোরাই নগদ এক হাজার ২৯০ টাকা জব্দ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, আইন অনুযায়ী তাদের আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: ভাসানচরে ১০ মাসে ৫২৫ রোহিঙ্গা শিশুর জন্ম ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম