রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় নার্গিসের ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে দোকান কর্মচারী আমজাদ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩ কর্মচারী। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আহতরা হলেন, সোহাগ (২৫), ইয়ামিন (২৫) ও মেহেদী (২০)। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।জানা যায়, আগুনের খবর পেয়ে পলাশী থেকে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্লাস্টিকের ময়লার স্তুপ থেকে আগুনের সূত্রপাত হয়।আরএস/পিআর