ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ী থেকে এক অজ্ঞাত যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আজ ভোর ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার ফুলবাড়ী এলাকায় এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। এসএস/পিআর