দেশজুড়ে

‘ইজতেমায় দায়িত্বে অবহেলা করলে চাকরি থাকবে না’

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেছেন, বিশ্ব ইজতেমার নিরাপত্তায় কোনো রকম অবহেলা পাওয়া গেলে চাকরি থাকবে না।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে ইজতেমার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত ব্রিফিং প্যারেডে এ হুঁশিয়ারি দেন তিনি। প্যারেডে প্রায় সাড়ে পাঁচ হাজার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল

জিএমপি কমিশনার বলেন, ‘দুই বছর পর আবার ইজতেমা হচ্ছে। এখানে লাখ লাখ মানুষ আসবে। আমাদের কাজ হলো যেকোনো মূল্যে নিরাপত্তা নিশ্চিত করা। এর মধ্যে কেউ যদি কোনো কারণে তার দায়িত্ব পালনে অবহেলা করে বা নিয়মের ব্যত্যয় হয়, তবে আমি বলছি, তোমরা চাকরিটা হারাবা। একজন পুলিশ কমিশনার হিসেবে আবারও বলছি, তোমরা চাকরিটা হারাবা। তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিজ নিজ ইউনিটে ফেরত পাঠানো হবে।’

‘এখানে সারাদেশ থেকে পুলিশ সদস্যরা এসেছেন। সবার ফোন নম্বর আমাদের কাছে আছে। সবাইকে এমনভাবে মনিটর করা হবে যে কেউ টেরই পাবা না। কেউ দায়িত্বে অবহেলা করলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে তথ্য চলে আসবে। এরপর যা যা ব্যবস্থা নেওয়ার, নেওয়া হবে’, যোগ করেন কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

আরও পড়ুন: ইজতেমার প্রথম পর্ব পরিচালনা করবে জোবায়ের গ্রুপ, দ্বিতীয় সা’দ

পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ইজতেমা চলাকালে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে সব পুলিশ সদস্যকে চোখ-কান খোলা রাখাতে হবে। ইজতেমা নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়াতে উসকানি বা বিভ্রান্তিকর কথা ছড়িয়ে বিশৃঙ্খলার চেষ্টা করবে। এমন কোনো কিছু যদি কারও চোখে পড়ে, তবে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। অনেকে লিফলেট বিতরণ করে বিশৃঙ্খলার চেষ্টা করবে, সেদিকও কড়া নজর রাখতে হবে। পাশাপাশি মুসল্লিদের গ্যাস সিলিন্ডারে রান্না বা বাইরে থেকে খাবার আনাসহ সব দিকে খেয়াল রাখতে হবে।’

তাবলিগ জামাতের বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা পালন করবেন শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে। তাদের ইজতেমা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। আর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন জানুয়ারির ২০, ২১ ও ২২ তারিখ।

আরও পড়ুন: বিশ্ব ইজতেমায় মোতায়েন থাকবে সাড়ে ৭ হাজার পুলিশ

ইজতেমায় আসা সবার সঙ্গে ভালো ব্যবহার করতে পুলিশ সদস্যদের আহ্বান জানিয়ে জিএমপি কমিশনার বলেন, ‘দেশের দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ইজতেমা করতে আসছেন। তারা এমনিতেই শীতে কষ্ট করবেন। তারা আমাদের মেহমান। আমাদের দায়িত্ব হবে তাদের সঙ্গে সর্বোত্তম ব্যবহার করা। কেউ খারাপ আচরণ করলেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করে বোঝানো। এটা শুধু আমাদের দায়িত্বই নয়, বরং আল্লাহর কাজ করছি।’

ব্রিফিংকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জিয়াউল হক ও দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিশ, আলমগীর হোসেন ও মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এসআর/জেআইএম