দেশজুড়ে

কুড়িগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী মরিয়ম ওরফে খাদিজাকে  (৩৫) কুপিয়ে হত্যা করেছে স্বামী হযরত আলী (৪২)। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩ নং বন্দোবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামে মৃত মনির উদ্দিনের ছেলে হযরত আলী পেশায় ট্রাক চালক। তার প্রথম স্ত্রী মরিয়মের ৩টি সন্তান রয়েছে। এছাড়াও সে অন্যত্র আরো দুটি বিয়ে করেছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরে জানতে পারে তার বড় মেয়ে হোসনে আরা (১৮) কয়েক দিন থেকে বাড়িতে ফিরেনই। এ নিয়ে উভয়ের মধ্যে রাত থেকে কথা কাটাকাটি চলছিল। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে হযরত আলী পাশে থাকা দা দিয়ে স্ত্রী মরিয়মের ঘাড়ে কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম সাজেদুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের স্বামীকে আটক করেছে। প্রাথমিকভাবে আটক ব্যক্তি হত্যার ঘটনা স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের  করে জেলহাজতে পাঠানো হয়েছে।নাজমুল হোসেন/এসএস/পিআর