নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি, সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক আকন্দের বাবা হাজী আব্দুল হাই আকন্দের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গত ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে মাহফিলে মরহুমের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া করেন মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমান, মিলাদ পাঠ করেন ক্বারী মোজাম্মেল হক। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল খালেক আকন্দ তার বাবার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি শনিবার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার, সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহসভাপতি প্রফেসর দেলোয়ার, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহ সভাপতি আলহাজ্ব সোলাইমান ভূইঁয়া, মাহমুদুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন, সাবেক যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্বাস উদ্দিন দুলাল, কমিউনিটি লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ আর্ন্তজাতিক সম্পাদক এম এ বাতিন প্রমুখ।আরএম/এমজেড/এবিএস