দেশজুড়ে

ট্রেনে কাটা পড়ে মা-বোনের পর চলে গেলো ছোট্ট তৌহিদও

লালমনিরহাটের পাটগ্রামে দুই সন্তান নিয়ে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহতের পর আহত শিশু তৌহিদও (০২) মারা গেছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম উপজেলার ঘুণ্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমি আক্তার (২৮) পাটগ্রাম উপজেলার রহমানপুর ধবসুতি এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী ও তার মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন (৫)। এ সময় গুরুতর আহত অবস্থায় শিশু তৌহিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে পারিবারিক কলহের জের ধরে সুমি আক্তার তার দুই শিশু সন্তানকে নিয়ে রেললাইন ধরে হাঁটতে গিয়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।

এ সময় কোলের শিশু তৌহিদ আহত হয়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, মা ও মেয়ের মৃত্যুর পর চিকিৎসাধীন অবস্থায় আহত শিশুটির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।

রবিউল হাসান/এফএ/এএসএম