শেরপুরের শ্রীবরদী এলাকায় ইজিবাইক ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মোতালেব (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীবরদী-ভায়াডাঙা সড়কের কন্টিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মোতালেব (৫০) শেরপুর শহরের গৌরীপুর এলাকার বাসিন্দা এবং শহরের বাগরাকসা নতুন বাসটার্মিনাল এলাকার বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যবসায়ী আব্দুল মোতালেব কাঠ কেনার উদ্দেশ্যে বুধবার দুপুরে শ্রীবরদী শহর থেকে একটি ইজিবাইকে চড়ে ভায়াডাঙা যাচ্ছিলেন। এ সময় কন্টিপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি নসিমনের সঙ্গে তাদের ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন ব্যবসায়ী মোতালেবকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও নসিমনটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।হাকিম বাবুল/এফএ/এসএস/পিআর