বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে গাজীপুর জেলা প্রশাসন থেকে ১৫টি অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে ১৪ মামলায় ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ইজতেমা মাঠের আশপাশে এসব অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইজতেমায় তিনদিনে সাত মুসল্লির মৃত্যু
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন জানান, বেশি দামে খাবার বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করার অভিযোগে সাত অভিযানে সাতজনকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে আল মদিনা হোটেলকে আট হাজার, হোটেল বাগেরহাটকে পাঁচ হাজার, আল্লাহর দান হোটেলকে পাঁচ হাজার, হোটেল কাতারকে তিন হাজার, হোটেল হেভেনকে তিন হাজার, বগুড়ার দইকে ১০ হাজার ও একটি কম্বলের দোকানকে তিন হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়। এসময় প্রায় ৩০ কেজি বাসি খাবার ও দই বিনষ্ট করে সতর্ক করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুন্নু গেট পর্যন্ত আশপাশের এলাকায় দোকানে অভিযান পরিচালনা করে তিনজনকে এক হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। খাবার ও অন্যান্য পণ্যের দাম বেশি রাখায় তাদেরকে জরিমানা করা হয়।
আরও পড়ুন: ইজতেমার আখেরি মোনাজাত: রোববার বন্ধ থাকবে যেসব সড়ক
বোর্ডবাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাইমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় চারজনকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবারও তুরাগ তীরে মুসল্লিদের ঢল অব্যাহত রয়েছে। আজ বাদ ফজর থেকে ইজতেমা মাঠে আখলাক, ঈমান ও কোরআন-হাদিসের আলোকে বয়ান চলছে। দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা বিভিন্ন বিষয়ে বয়ান করছেন। ইবাদত-বয়ানে মশগুল হয়ে আছেন মুসল্লিরা।
ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মাহফুজ জানান, প্রথম পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের শুরুতে বয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদুল হক।
আমিনুল ইসলাম/এসআর/জেআইএম