দেশজুড়ে

চার মাস পর ডেঙ্গুরোগী শূন্য রামেক

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গুরোগী এখন শূন্যের কোঠায়। ৬ জানুয়ারি সর্বশেষ রোগী ভর্তি হন এখানে। এরপর আর নতুন কোনো রোগী ভর্তি হননি। চিকিৎসা শেষে শেষ রোগীটিও শনিবার (১৪ জানুয়ারি) সুস্থ হয়েছেন। ফলে ৪ মাস পর রামেক হাসপাতাল ডেঙ্গুরোগী শূন্য হলো।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্যমতে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত বছরের ১৪ সেপ্টেম্বর প্রথম ডেঙ্গুরোগী শনাক্ত হয়। এরপর নভেম্বর ও ডিসেম্বর মাসেও চোখ রাঙিয়েছে ডেঙ্গু। তবে বেশিভাগ রোগীই ছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মী।

চলতি মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৫২৯ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৫২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। চলতি মৌসুমে ডেঙ্গু রোগী মারা গেছেন ৬ জন।

সর্বশেষ শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার অতিকুর রহমান চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবার ৫২৯ জন ডেঙ্গুরোগী ছিলেন। তাদের জন্য তখন আলাদা ওয়ার্ড করা হয়েছিলো। রোগী কমে যাওয়ার কারণে তাদের আলাদা করে ওয়ার্ড দেওয়া হয়নি। তবে সর্বশেষ রোগী শনিবার ছাড়া পেয়েছেন। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আর কোনো ডেঙ্গুরোগী নেই।

এফএ/জিকেএস