দেশজুড়ে

গোয়ালন্দে ট্রাকচাপায় মাদরাসাছাত্র নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে ডাম্প ট্রাকচাপায় রিয়ান (১১) নামের এক শিশু নিহত হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দৌলতদিয়া ওমর আলী মোল্লার পাড়ার সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রিয়ান গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের তেনাপঁচা গ্রামের অটো রিকশাচালক রেজাউল করিমের ছেলে। সে দৌলতদিয়া আঞ্জুমান কাদেরিয়া দাখিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

আরও পড়ুন: বেড়াতে যাওয়ার সময় ট্রাকচাপা, প্রাণ গেল ৩ ভাই-বোনসহ ৪ জনের

স্থানীয়রা জানান, রিয়ান বাইসাইকেলযোগে দেবগ্রামের দিকে যাচ্ছিল। পথে ওমর আলী মোল্লাপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগতির ডাম্প ট্রাক তাকে ধাক্কা দিলে সড়কে পড়ে যায়। পরে ট্রাকচাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রিয়ানের বাবা রেজাউল জানান, রিয়ানের মৃত্যুর জন্য ট্রাকচালক দায়ী। বেপরোয়া গতিতে ট্রাক চালানোর কারণে এ ঘটনা ঘটেছে। গ্রামীণ সড়কে ডাম্প ট্রাক চলাচল বন্ধসহ রিয়ান হত্যার শাস্তি দাবি করেন।

রুবেলুর রহমান/আরএইচ/জিকেএস