স্নিগ্ধ ভোর অথবা মৃত্যু
ঘুম থেকে ওঠার পর,তোমার মুখ দেখতে ভাল্লাগে।
সবুজ পেঁয়াজের পাতায়—সাদা শিশির বিন্দু যেমন হাসে,তেমনি তোমাকে দেখলে আমার হাসি পায়।
আমি হাসি চেপে রাখি—কারণ হাসতে গেলেইমনে পড়ে, তুমি চলে গেছো।
বেয়ারাদের কাঁধে ভর করে ওই মণ্ডল বাড়িতে।
তুমি চলে যাওয়ার পরআমার হাসতে মানা।
শুধু অপেক্ষা করি,একটি স্নিগ্ধ ভোর অথবা মৃত্যুর জন্য।
****
আকাঙ্ক্ষা
তোমার ওই অনন্ত যৌবনা চোখেতাকিয়ে যতবার মরে যাই,
ততবার মনে হয়তুমি আমার নওআমি তোমার নই
আমরা শুধু জৈবিক চাহিদায় পৃথিবীতে বেঁচে থাকার ফুরসৎ নিয়ে এসেছি।
****
আষাঢ়, তুই এবং মৃত্যু
একদিন কোথাও যাবো না,একদিন সারাদিন তোর কথা ভাববো।একদিন কোথাও যাবো না,একদিন তোর সাথে বৃষ্টিতে ভিজবো।
একদিন খুব ভোরে তোর সাথে হাঁটবো,একদিন মরে যাওয়ার সময় ঈশ্বরকে বলবোহে ঈশ্বর! আরও কিছুদিন সঙ্গ পেতে চাই তার,সেদিন হয়তো ঈশ্বর হাসবে,দেবে না সময়, আকুতি যাবে বিফলেএকদিন মৃত্যু চলে আসবে এমন বৃষ্টিমুখর আষাঢ়েএকদিন মৃত্যুকে সাথে নিয়ে ছেড়ে যাবো তোকেকারণ আষাঢ়, তুই এবং মৃত্যু ভীষণ প্রিয় আমার।
এসইউ/জিকেএস