বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর একেএন আহমেদ মারা গেছেন। বুধবার বাংলাদেশ সময় বিকেলে তিনি যুক্তরাষ্ট্রে মারা যান বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে সাবেক এই গভর্নরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংককের বর্তমান গভর্নর ড. আতিউর রহমান।গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন। এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।উল্লেখ্য, একেএন আহমেদ বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪ সাল থেকে ১৯৭৬ সালের জুলাই পর্যন্ত এই পদে ছিলেন। এসএ/এসকেডি/আরআইপি