ভাষার মাসে (ফেব্রুয়ারি) সাধারণ জ্ঞান ভিত্তিক স্কুল কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা স্কিল এক্সচেঞ্জ প্রোগ্রাম (সেপ)। বুধবার সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অভিজ্ঞতা বিনিময়ে উন্নয়ন’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে নেত্রকোনা সদরের বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। ‘ক’ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে দশম, ‘খ’ ক্যাটাগরিতে অষ্টম এবং ‘গ’ ক্যাটাগরিতে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা কুইজে অংশ নিতে পারবেন। কুইজের ফরম ২০ ফেব্রুয়ারি থেকে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে। আগ্রহীরা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত কুইজের নির্ধারিত ফরম সংগ্রহ করে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বরাবর জমা দিতে পারবেন। প্যানেল বিচারকদের বিবেচনায় বিজয়ীদের দেওয়া গল্পের বই, শিক্ষা উপকরণসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়। কুইজ সংক্রান্ত বিস্তারিত তথ্য খায়রুল ইসলাম (মোবাইল- ০১৭২৩২৫৯১০৯) এবং আলমগীর হোসেন (০১৭৪৪৮৬৯৮৪১) ফোন করে জানা যাবে। এছাড়া sep_bangladesh@hotmail.com ঠিকানায় ই-মেইল করেও কুইজের উত্তর ও এ সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন আগ্রহীরা।একে/এবিএস