নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (১৮ জানুয়ারি) ভোরে রেলওয়ে মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সোয়া ৫টার দিকে একটি জেনারেটরের দোকানে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। মুহূর্তে মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: বরিশালের বঙ্গবন্ধু কলোনিতে আগুনে পুড়লো ৪ ঘর
বাজারের ব্যবসায়ীরা জানান, এতে তাদের ১৫টি কোকারিজ দোকান, কয়েকটি খাবারের দোকান ও আবাসিক হোটেলসহ কমপক্ষে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। একইস্থানে গত দুই বছরে অন্তত চারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে চৌমুহনী রেলওয়ে মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে মাইজদি, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্ত শেষে বলা যাবে।
ইকবাল হোসেন মজনু/জেএস/এমএস