রাজবাড়ীর একটি ধানক্ষেত থেকে কুটিজান বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পার সাদিপুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কুটিজান বেগম পার সাদিপুর গ্রামের মৃত সৈয়দ আলীর স্ত্রী ও আকবরের মা।
আরও পড়ুন: করতোয়ায় গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার
শহীদ ওহাবপুর ইউনিয়নের ইউপি সদস্য আব্বাস আলী মিয়া বলেন, ওই বৃদ্ধা মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। এরপর বুধবার দুপুরে পার সাদিপুরের একটি ধান খেতে তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
রুবেলুর রহমান/জেএস/এমএস