দেশজুড়ে

চিলাহাটিতে দুই ট্রেনের সংঘর্ষ, স্টেশন মাস্টার বরখাস্ত

নীলফামারীর চিলাহাটিতে রুপসা এক্সপ্রেসের সঙ্গে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকারকে সাময়িক বরখাস্ত করেছে পশ্চিমা রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নূর মোহাম্মদ।

আরও পড়ুন: নীলফামারীতে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনে রূপসা ট্রেনের ধাক্কা, আহত ৫০

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে চিলাহাটি রেলওয়ে মাস্টারের ভুল সিগনালের কারণে এ দুর্ঘটনা ঘটে।

টুটুল চন্দ্র সরকার নীলফামারী সৈয়দপুরের বাসিন্দা। তিনি আড়াই মাস আগে চিলাহাটি রেলওয়ে স্টেশন মাস্টার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: সিগন্যালের ভুলেই রুপসা-মিতালী এক্সপ্রেস দুর্ঘটনা

ফায়ার সার্ভিসের রংপুর বিভাগের উপ-পরিচালক আব্দুল হামিদ জাগো নিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। আমরা এসে মিতালির চালককে উদ্ধার করি। উনি মাথায় আঘাত পেয়েছেন। আপাতত উদ্ধার কাজ শেষ করা হয়েছে।

রাজু আহমেদ/আরএইচ/জেআইএম