জাতীয়

দুই অতিরিক্ত ডিআইজিসহ ২৭ পুলিশ সুপারকে বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার দুজন কর্মকর্তা ও পুলিশ সুপার পদমর্যাদার ২৭ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আর পড়ুন>> পুলিশ সদস্যরা বিপদে পড়লে পাশে থাকবো: ডিএমপি কমিশনার

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা।

আরও পড়ুন>> ডিসেম্বরের ভালো কাজের পুরস্কার পেলেন ডিএমপির যেসব কর্মকর্তা

বদলিকৃত অতিরিক্ত ডিআইজিরা হলেন- সঞ্জয় কুমার কুন্ডু ও মো. মনিরুজ্জামান। এর মধ্যে সঞ্জয় কুমার কুন্ডুকে ঢাকা হাইওয়ে পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এবং মনিরুজ্জামানকে ঢাকা ট্যুরিস্ট পুুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়।

বদলিকৃত ২৭ পুলিশ কর্মকর্তা হলেন

মো. সিদ্দিকুর রহমান, মো. কামরুল আমীন, মোহাম্মদ সিহাব কায়সার খান, মো. আলমগীর হোসেন, মোহা. কাজেম উদ্দীন, মোহাম্মদ মহিউল ইসলাম, মোস্তাক আহমেদ, খোন্দকার নজমুল হাসান, মোহাম্মদ আশরাফ ইমাম, মুহাম্মদ শরীফুল ইসলাম, খন্দকার খালিদ বিন নূর, মো. সোহেল রানা, মোসা. নাজলী সেলিনা ফেরদৌসী, মোহাম্মদ সামছুল ইসলাম আকন্দ, মো. মিজানুর রহমান, মহিউদ্দিন মাহমুদ সোহেল, মো, ‍হুমায়ুন কবির, মুহাম্মদ কামাল হোসেন, মো. মাহবুবুল আলম, আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, মো. আশিক সাঈদ, সফিজুল ইসলাম, মোহাম্মদ আসাদুজ্জামান, সৈয়দ রফিকুল ইসলাম, মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, মো. কুদরত ই খুদা এবং মীর মো. শাফিন মাহমুদ।

বদলিকৃত ২৭ কর্মকর্তার তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

টিটি/এএএইচ/জেডএইচ