খেলাধুলা

ওমানে জেতা হকির ট্রফি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর

ওমানে জেতা হকির ট্রফি ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর

ওমানে অনুষ্ঠিত এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকিতে জেতা চ্যাম্পিয়ন ট্রফি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির কাছে হস্তান্তর করেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তারা।

Advertisement

বুধবার দুপুরে ক্রীড়া প্রতিমন্ত্রীর সচিবালয়স্থ কার্যালয়ে ট্রফি হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি জাকি আহমেদ রিপন, মো. ইউছুপ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, কোষাধ্যক্ষ ও দলের ম্যানেজার হাজী মো. হুমায়ুন ও সহকারী ম্যানেজার খাজা তাহের লতিফ মুন্না।

১২ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ পেনাল্টি শ্যুটআউটে ৭-৬ গোলে স্বাগতিক ওমানকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে।

ট্রফি হস্তান্তরের পর বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউসুফ জাগো নিউজকে বলেছেন, ‘মন্ত্রী মহোদয় আমাদের বলেছেন, তিনি চ্যাম্পিয়ন দলকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করানো যায় কিনা, সে চেষ্টা করবেন।’

Advertisement

আরআই/এমএমআর/এএসএম