বান্দরবানে পুলিশ নারীকল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় পুনাক সভানেত্রী সোহানা তারিকের সভাপতিত্বে বান্দরবান সদর থানা প্রাঙ্গণে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম, বান্দরবান পুনাক সভানেত্রী সোহানা তারিক, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর, সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহ আলম, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সদস্য কৌশিক দাশসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘বাংলাদেশের পুলিশ জনগণের পাশে’ স্লোগানে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস-মাদকমুক্ত নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার প্রচেষ্টায় পুলিশ সর্বদা কাজ করে। এছাড়া পুনাক একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই পুনাকের মাধ্যমে দরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
নয়ন চক্রবর্তী/এফএ/জিকেএস