দেশজুড়ে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে প্রতারণা, আটক ২

ফরিদপুরে প্রধানমন্ত্রীর চিফ প্রটোকল অফিসার পরিচয় দিয়ে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে প্রতারণায় দায়ে দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শহরের পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন চন্দ্র শেখর মিত্র (৫৪) ও লিয়াকত হোসেন (৫১)। চন্দ্র শেখর ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামের চিত্তরঞ্জন মিত্রের ছেলে। আর লিয়াকত হোসেন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের কুমারিয়াজোলা গ্রামের মো. মোদাচ্ছের আলী শেখের ছেলে।

পুলিশ সুপার মো. শাহজাহান জানান, সম্প্রতি ফরিদপুরের বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসে আউট সোসিং পদ্ধতিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি জনবল নিয়োগের জন্য দরপত্র জমা দেয়। গত ৭ জানুয়ারি থেকে কয়েকদিনের মধ্যে ফরিদপুর আঞ্চলিক নির্বাচনী অফিসের কর্মকর্তার কাছে প্রধানমন্ত্রীর চিফ প্রটোকল অফিসার পরিচয়ে চন্দ্র শেখর মিত্র ফোন করেন। এ সময় প্রতারক চন্দ্র শেখর মিত্র ট্রাস্ট সিকিউরিটি সার্ভিসেস কোম্পানিকে কাজ দেবার জন্য নির্দেশ দেন। একই সঙ্গে বিভিন্নভাবে হুমকি দেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ও তার পরিবারের নামে প্রতারণা, ব্যবস্থার নির্দেশ 

সোমবার ওই প্রতারক নিজেই ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এসে কাজটি ট্রাস্ট সিকিউরিটি কোম্পানিকে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। বিষয়টি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সন্দেহ হলে তিনি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চন্দ্র শেখর মিত্রকে আটক করে।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ব্যবহার করে টেন্ডার বাণিজ্যসহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া লিয়াকত হোসেনকে আটক করা হয়। লিয়াকত হোসেনের বিরুদ্ধে চট্টগ্রাম ও জয়পুরহাটে দুটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস