আজ পিলখানা হত্যা দিবস১৫৮৬খ্রিস্টাব্দের এই দিনে সম্রাট আকবরের সভাকবি বীরবল নিহত হন।১৮৬২খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।১৮৯৯ খ্রিস্টাব্দের এই দিনে রয়টার সংবাদ সংস্থার জনক পল জুলিয়াসের মৃত্যু।১৯০৮খ্রিস্টাব্দের এই দিনে হাডসন নদীর নিচ দিয়ে প্রথম টানেল খুলে দেওয়া হয় ।১৯৩৮ খ্রিস্টাব্দের এই দিনে লর্ড হ্যালিফ্যাঙ্ ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হন ।১৯৪৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন বিমান টোকিও আক্রমণ করে ।১৯৫৭খ্রিস্টাব্দের এই দিনে কবি সুনির্মল বসু পরলোকগমন করেন।১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন নেতৃত্বাধীন মিত্র বাহিনীর হাতে ২০ হাজার ইরাকি সেনা বন্দী হয়।১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে ন্যাটো জোটের প্রতিদ্বন্দ্বি ওয়ারশো জোটের দেশগুলো এই সামরিক জোটকে বিলুপ্ত ঘোষণা করেন।১৯৯৩খ্রিস্টাব্দের এই দিনে ইরানের প্রখ্যাত আলেম ও ধর্মতত্ত্ববিদ আয়াতুল্লাহ মির্যা হাশেম আমোলী ইন্তেকাল করেন।১৯৯৪ খ্রিস্টাব্দের এই দিনে অধিকৃত ফিলিস্তিনের আলখলিল শহরে হযরত ইব্রাহীম (আঃ)’র মাজারে একজন উগ্র ইহুদিবাদী নামাজরত রোজাদারদের ওপর গুলি চালালে ২৯ জন শহীদ এবং আরো অনেক ফিলিস্তিনী আহত হয়।২০০৯ খ্রিস্টাব্দের এই দিনে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের কারণে প্রাণ হারান ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন।এইচআর/পিআর