দেশজুড়ে

গোয়ালঘর থেকে কৃষকের ৪ গরু নিয়ে গেলো চোর

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে এক রাতে কর্ণধর বিশ্বাস নামে এক কৃষকের ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে তার গোয়ালঘর থেকে এই গরুচুরির ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও কৃষক কর্নধর বিশ্বাস গোয়াল ঘরে গরু রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে তিনি গোয়াল ঘরে গিয়ে দেখেন তালা ভাঙা এবং ভেতরে থাকা ৬টি গরুর একটিও নেই। এরপর আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার বাড়ির পেছনে ফসলের মাঠে কাদার ভেতরে দুটি গরু পড়ে থাকতে দেখেন।

ধারণা করা হচ্ছে, চোরচক্র ৬টি গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুটি গরু কাদায় আটকে গেলে ওই দুটি ফেলে রেখে বাকি ৪টি নিয়ে চলে যায় চোর চক্র।

ক্ষতিগ্রস্ত কৃষক কর্নধর বিশ্বাস বলেন, তার চুরি যাওয়া চারটি গরুর আনুমানিক দাম প্রায় ৪ লাখ টাকার ওপরে হবে। এতে তিনি নিঃস্ব হয়ে গেছেন। গরু ফিরে পাওয়াসহ চোরচক্রকে গ্রেফতারের দাবি জানান তিনি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গরু চুরির বিষয়ে এখনো কোনো অভিযোগ পাননি। তবে ঘটনাটি জানার পর এরইমধ্যে চুরি যাওয়া গরু উদ্ধার ও চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

রুবেলুর রহমান/এফএ/জিকেএস