ফরিদপুরে শুরু হয়েছে হিম উৎসব। শহরের প্রাণকেন্দ্র ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল ময়দানে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই উৎসবের সূচনা করা হয়। স্থানীয় উদ্যোক্তাদের সংগঠন ‘ওয়ার্কহলিক ফরিদপুরিয়ান’র আয়োজনে তিন দিনব্যাপী চলবে এই হিম উৎসব।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ভিন্নধর্মী অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। এই উৎসব চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।
প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম।
ব্যতিক্রমধর্মী এই উৎসব দেখতে শিশু-কিশোর, বিভিন্ন বয়সী ও শ্রেণি পেশার মানুষ জড়ো হন শহরের অম্বিকা ময়দানে। উৎসবে আয়োজনের মধ্যে রয়েছে শীত মৌসুমের নানা প্রকারের খাবার ও বাহারি পিঠাপুলি। স্থানীয় উদ্যোক্তাদের নানা ধরনের পণ্য ক্রয় বিক্রয় ছাড়াও সুস্থ বিনোদনের ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন রয়েছে উৎসবে।
অনুষ্ঠানে আগত দর্শনার্থী ইকবাল মাহমুদ ইমন জাগো নিউজকে বলেন, স্থানীয় তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন উৎপাদিত পণ্য ঘুরে ঘুরে দেখার পাশাপাশি বেশকিছু পণ্য কিনেছি। এখানে নানা ধরনের বিনোদনের ব্যবস্থার পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। সব মিলিয়ে বেশ ভালোই লাগছে।
হিম উৎসবের আয়োজক পারভিন আক্তার জাগো নিউজকে বলেন, স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহ যোগাতে তাদের বিভিন্ন উৎপাদিত পণ্য কিনতে সবার এগিয়ে আসা উচিত। উদ্যোক্তাদের উদ্যোগকে প্রসারিত করতে আমাদের এই হিম উৎসবের আয়োজন করা। আশা করি এই উৎসবে এলে সবার ভালো লাগবে।
এন কে বি নয়ন/এফএ/জিকেএস