দেশজুড়ে

ফরিদপুরে ১০ হাজার দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফরিদপুরে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ১০ সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে নগরকান্দা উপজেলার কদমতলীতে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট. জামাল হোসেন মিয়া।

আরও পড়ুন: মেহেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া জাগো নিউজকে বলেন, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সহযোগীতায় ফরিদপুর-২ সংসদীয় আসনের নগরকান্দা-সালথা ও কৃষ্ণপুর এলাকায় ১০ হাজার কম্বল বিতরণ করা হয়। এরপরও প্রয়োজন হলে আরও কম্বল দেওয়া হবে।

কম্বল বিতরণের সময় বসুন্ধরা গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. রাজিব সামাদ ও জিএম মো. ইউনুস খান, এবং তালমা ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন, ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, সহ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিমেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/জেএস/এএসএম