দেশজুড়ে

মান্দায় দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

নওগাঁর মান্দা উপজেলায় দুটি ভটভটির মুখোমুখি সংঘর্ষে সোনাভান বেগম (৫০) নামের এক গৃহবধূ মারা গেছেন। এসময় নিহতের স্বামীসহ আহত হয়েছেন আরও তিনজন। সোনাভান বেগম উপজেলার শ্রীরামপুর গ্রামের রইচ উদ্দিনের স্ত্রী।

শুক্রবার (২০ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে উপজেলার সতিহাটের পাশে চেয়ারম্যানের মোড়ে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ভটভটিতে চড়ে বাড়ি ফিরছিলেন সোনাবান ও তার স্বামী। পথে সতিহাটের পাশে চেয়ারম্যানের মোড়ে দুটি ভটভটি মুখোমুখি সংঘর্ষ হলে যাত্রীরা সবাই রাস্তায় ছিটকে পড়েন। এসময় নওগাঁ থেকে আসা রাজশাহীগামী একটি অ্যাম্বুলেন্সও ওই ভটভটিকে ধাক্কা দেয়।

এতে অ্যাম্বুলেন্স চালক রঞ্জু হোসেন, জেলার বদলগাছীর বাসিন্দা ভটভটি যাত্রী ইমরান হোসেন ও অন্য ভটভটির যাত্রী সোনাভান বেগম ও তার স্বামী রইচ উদ্দিন আহত হন। খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দুর্ঘটনার পরপরই মান্দা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুন নবী জাগো নিউজকে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে এক নারীসহ চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত দুটি ভটভটি ও একটি অ্যাম্বুলেন্স পাওয়া গেছে।

মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আরিফ হোসেন বলেন, আহত অবস্থায় চারজনকে রাত ৮টা ৫০ মিনিটে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে গৃহবধূ হাসপাতালে আসার আগেই মারা গেছেন। এছাড়া রঞ্জু হোসেন নামের একজন পায়ে আঘাত পেয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত গৃহবধুর স্বামী রইচ উদ্দিন ও ইমরান হোসেনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আব্বাস আলী/এমকেআর