দেশজুড়ে

পটুয়াখালীতে হরিণের মাংসসহ আটক ২

পটুয়াখালীর কলাপাড়ায় ২০ কেজি হরিণের মাংসসহ দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের শিববাড়িয়া নদী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুস্তুম আলী হাওলাদারের ছেলে মাসুম বিল্লাহ হাওলাদার (৪৪) ও পটুয়াখালীর কুয়াকাটার ফুল মিয়া হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (৩৫)।

আরও পড়ুন: বরিশালে হরিণের মাংস ও চামড়াসহ আটক ৪

পুলিশ জানায়, আসামিরা সংঘবদ্ধ হরিণ শিকারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে প্রশাসন ও বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে সুন্দরবন থেকে হরিণ শিকার করে আশপাশের এলাকায় মাংস বিক্রি করেন।

আরও পড়ুন: পাথরঘাটায় ১২০ কেজি হরিণের মাংস জব্দ

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, শিববাড়িয়া নদী এলাকায় থেকে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণের মাংসসহ দুজনকে আটক করা হয়। মামলা দিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এমএস