দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন। দীর্ঘ বিরতির পর সম্মেলন হওয়ার কারণে জেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আলোচনায় প্রাধান্য পাচ্ছে সম্মেলনের বিষয়। বৃহস্পতিবার এ সম্মেলনে যোগ দিবেন বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী। সরকারি জুবীলী উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে সু-বিশাল প্যান্ডেল।সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। আর সম্মেলন উদ্বোধন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।সম্মেলনে আরো যোগ দেবেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ।সম্মেলনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশীদ।এআরএ/পিআর