দেশজুড়ে

মাদক সেবনে বাধা দেওয়ায় দুই বিঘা আমবাগান নষ্ট

মাদকাসেবীরা একটি আমবাগানে নিয়মিত মাদক সেবন করতেন। বাগানের মালিক তাদের নিষেধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে রাতের আঁধারে বাগানের ২৯টি আমগাছ কেটে দিয়েছেন তারা। এসময় পাশের জমিতে থাকা ২৩টি শিমগাছও তারা কেটে দেন।

শনিবার (২১ জানুয়ারি) দিনগত রাতে নাটোরের বড়াইগ্রামের জোয়াড়ি ইউনিয়নের খোদ্দ কাচুটিয়া গ্রামে এমনই ঘটনা ঘটেছে।

বাগানের দায়িত্বরত মালি দুর্লভ হোসেন বলেন, বনলতা রিফ্র্যাকটরির আমবাগানসহ আশপাশের বাগানে মাদকসেবীরা এসে নিয়মিত মাদক সেবন করতেন। এতে মালিক পক্ষের লোকজন নিষেধ করায় তারা রাতের কোনো একসময় এসে বাগানের গাছ কেটে ধ্বংস করে দিয়েছেন।

আরও পড়ুন: গাড়িতে করে বাড়ি পাঠালেন পলক, ঘর দেওয়ার প্রতিশ্রুতি

স্থানীয় কৃষক আব্দুস ছালাম বলেন, ‘এ জায়গাটি নিরিবিলি হওয়ায় মাদকসেবীরা নিয়মিত আড্ডা জমায়। তাদের এখানে আসতে নিষেধ করায় ক্ষোভে এ কাজ করেছে।’

বনলতা রিফ্র্যাকটরির জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম শাহিন বলেন, ‘একটি মডেল আমবাগান করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে ১৩ প্রজাতির আমের চারা এনে রোপণ করা হয়েছে। এ বছরই আমের ফলন পেতাম। কিন্তু দুর্বৃত্তরা সব ধ্বংস করে দিলো।’ জানতে চাইলে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস