কুমিল্লার মুরাদনগরে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের কৃষ্ণপুর বাজারের পূর্ব পাশে মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফজলুল কাদের জানান, নিহতের বয়স আনুমানিক ৫০/৫২ হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। কামাল উদ্দিন/এফএ/এআরএ/পিআর