হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান করা হয়েছে। লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক সম্প্রতি আপিল বিভাগে নিয়োগ পাওয়ায় তার স্থলাভিষিক্ত করা হয়েছে ইনায়েতুর রহিমকে।হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ জানান, বিচারপতি এম ইনায়েতুর রহিম আগামী ১ মার্চ সুপ্রিম কোর্টের লিগ্যাল এইডের দফতরে অফিস করবেন। বার্ষিক আয় দেড়লাখ টাকার ঊর্ধ্বে নয় এমন ব্যক্তিদের বিনামূল্যে আইনি সেবা দিতে ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসটির উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তখন এ কমিটির চেয়ারম্যান হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নিজামুল হক। গত ৮ ফেব্রুয়ারি বিচারপতি নিজামুল হক আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। এ কারণে তার স্থলে ১৮ ফেব্রুয়ারি নতুন চেয়ারম্যান হয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম। ২০০৯ সালের ৩০ জুন অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পেয়েছিলেন এম ইনায়েতুর রহিম। দুই বছর পর ২০১১ সালের ৬ জুন স্থায়ী হন তিনি। পরে ২০১৪ সালে ২৩ ফেব্রুয়ারি তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরের বছরের ১৫ সেপ্টেম্বর এ বিচারপতিকে হাইকোর্টে ফিরিয়ে আনা হয়। এফএইচ/একে/এবিএস