চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল, ভোলাহাট) আসনের উপ-নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহিয়া মাহি।
সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ডাক বাংলো চত্বরে ছাত্রলীগের প্রতিনিধি সভায় অংশ নেন তিনি।
আরও পড়ুন: নৌকাকে জয়ী করতে ভোট চাইলেন মাহি
সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
মাহি বলেন, ১ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মুহা. জিয়াউর রহমান অত্যন্ত আন্তরিক একজন মানুষ। ছাত্রলীগের প্রত্যেককে অনুরোধ করবো, সবাই তার পক্ষে নৌকার প্রচারণায় নেমে পড়েন। আমি বিশ্বাস করি, আপনারা যেই প্রার্থীর পক্ষে কাজ করবেন, তার হারার কোনো সম্ভাবনা নেই।
আরও পড়ুন: নৌকায় ভোট দেওয়া দেশপ্রেমের অংশ: মাহি
তিনি আরও বলেন, আপনারা যেখানে ভূমিকা রাখবেন, সেখানে পরাজয় হতেই পারে না। নৌকার প্রার্থী যাতে বিশাল ব্যবধানে জয়লাভ করতে পারে, সেলক্ষ্যে আমাদের কাজ করতে হবে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিজয় উপহার দিতে চাই। এতে যা যা করণীয় তার সবকিছুই করতে হবে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আশিকের সঞ্চালনায় প্রতিনিধি সভার সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল মন্ডল, জেলা মহিলা লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য সাবিহা শবনম কেয়া, চিত্রনায়িকা মাহির স্বামী আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা রাকিব সরকারসহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সব দিক থেকে পিছিয়ে কেন, প্রশ্ন মাহির
সোহান মাহমুদ/এসজে/এমএস