দেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। বৃস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। রিহ্যাবের এক সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়।জানা যায়, ২০১৬-১৮ সালের ২৯ জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনে এ নির্বাচন অনুষ্ঠিতহবে। তফসিল ঘোষণা করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আমিন হেলালী। তফসিলে নির্বাচনের আচরণবিধিসহ প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে।এসআই/এসএইচএস/এবিএস