জাতীয়

এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক বার্তায় এ  শোক প্রকাশ করেন তিনি। রাজনীতিতে এনামুল হকের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রবীণ এই আইনপ্রণেতা চা বাগান শ্রমিকদের অত্যন্ত প্রিয়নেতা ছিলেন।স্বাধীনতা যুদ্ধের সংগঠক হিসাবে তার অবদানের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই নিবেদিতপ্রাণ ও দেশপ্রেমিক নেতার মৃত্যু দল ও দেশের জন্য বিরাট ক্ষতি।প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এবং একুশে পদকপ্রাপ্ত মোস্তফা শহীদ (৭৮) কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন।একে/আরআইপি