দেশজুড়ে

সাতক্ষীরায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব

সাতক্ষীরায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব

সাতক্ষীরায় চলছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠাপুলি উৎসব। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সাতক্ষীরা শহরের আমতলা এলাকায় সাতক্ষীরা পাবলিক স্কুলের নিজস্ব ক্যাম্পাসে দুই দিনব্যাপী এই পিঠা উৎসবের আয়োজন করা হয়।

Advertisement

পিঠা উৎসব উপলক্ষে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা শতাধিক পদের পিঠা তৈরি করে স্টলে প্রদর্শন করছেন। শিক্ষার্থীদের হাতে তৈরি গ্রামবাংলার ঐতিহ্যবাহী এসব পিঠা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কিনতে দেখা গেছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স জাগো নিউজকে জানান, করোনার পর এবারই প্রথম এই পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের আমরা প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন রকমের পিঠাপুলি তৈরি করা শেখাতে পারছি।

আগামীকাল বুধবার বিকেলে সেরা পিঠা প্রস্তুতকারীদের মাঝে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।

Advertisement

আহসানুর রহমান রাজীব/এফএ/এএসএম