বগুড়ার নন্দীগ্রামে আলুবোঝাই ট্রাক উল্টে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) সকালে বগুড়া-নাটোর সড়কের রুপিহার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে একটি আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এসময় এক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বগুড়া/আরএইচ/জিকেএস