নওগাঁর নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোসা. আয়েশা খাতুনের কুলখানি শুক্রবার (২৭ জানুয়ারি) বাদ জুমা অনুষ্ঠিত হবে।
এর আগে গত শনিবার (২১ জানুয়ারি) রাতে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
মরহুমা আয়েশা খাতুন সোনালী ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. পারভেজ হাসান তরফদারের মা। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নওগাঁর শ্যামপুরে পারিবারিক কবরস্থানে আয়েশা খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার বাদ জুমা পত্নীতলা উপজেলার নজিপুর বাজার জামে মসজিদে এবং শ্যামপুর জামে মসজিদে মরহুমার কুলখানি অনুষ্ঠিত হবে।
আয়েশা খাতুন নজিপুর বালিকা বিদ্যালয়ে ১৯৭২-২০০৮ পর্যন্ত শিক্ষকতা করেছেন। তিনি সমাজসেবাসহ স্বাধীনতা পরবর্তী দেশের নারী জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মহীয়সী এই নারীর জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
এমআরআর/জেআইএম