দেশজুড়ে

বগুড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

বগুড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবন (সিটি সেন্টার) থেকে পড়ে সংকর (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর নাটাইপাড়ার বিশ্বনাথের ছেলে।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শংকর বেশ কয়েকদিন ধরে ভবনটিতে কাজ করছিলেন। তিনি রাজমিস্ত্রি সহযোগী হিসেবে কাজ করতেন। দুপুর ১২টার দিকে অসাবধানতাবশত তিনতলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Advertisement

এমআরআর/জেআইএম