অমর একুশে বইমেলা। প্রথম ১৫ দিন তেমন না জমলেও জমে উঠে শেষ সময়ে। প্রতি বছর মেলার এ রকম রূপ দেখেন লেখক-প্রকাশকরা। এবারও তার ব্যত্যয় ঘটেনি। তবে মেলার ২৪তম দিনে বৃষ্টিতে কিছুটা হলেও তার ব্যত্যয় ঘটেছে। কিছু পাঠক আসলেও তেমন সাড়া ছিল না বুধবারের ৫০ মিনিটব্যাপী বইমেলায়। তবে বৃহস্পতিবার আবার জমেছে মেলা। ধুলা-বালিহীন মেলায় দর্শনার্থীদের আনাগোনা ছিল বেশ। মেলায় বিকিকিনিও বেড়েছে। হাসি ফিরেছে প্রকাশকদের মুখেও। শুধু হতাশ গতকালের ক্ষয়ক্ষতি নিয়ে। বৃহস্পতিবার মেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ ঘুরে এমন চিত্ররই দেখা মেলে। যাত্রাবাড়ী থেকে আসা কলেজ শিক্ষার্থী তাহমিনা আক্তার জাগো নিউজকে বলেন, গতকাল বৃষ্টি ছিল আজ নেই। তাই মনে করলাম আজ ধুলাবালিও তেমন থাকবে না। সে চিন্তা থেকেই আজ চলে আসা। নতুন দুটি বই কিনেছি। যেগুলোর মধ্যে রয়েছে- ক্রেনিয়াল ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী।বনানী থেকে আসা আব্দুর রহিম জানান, আজ মেলায় ধুলা-বালি কম হবে বলে চলে এসেছি। ভালোই লাগছে মেলার পরিবেশ দেখে। এবার মেলায় আজই প্রথম এসেছি। এদিকে দোকন মালিকরাও বলছেন মেলায় আজ বেশ কাটতি রয়েছে। বর্ষা দুপুরের প্রকাশক মাশফিক রানা জাগো নিউজকে বলেন, বেঁচাকেনা ১৫ তারিখের পর থেকে ভালোই হচ্ছে। আজও মেলায় বিকিকিনি ভালো রয়েছে।এমএইচ/এসএইচএস/আরআইপি