প্রবাস

মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শুরু

মালয়েশিয়ায় শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শুরু

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী শ্রমিকদের বৈধকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। দেড় হাজার রিঙ্গিত দিয়ে এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন অবৈধ হয়ে পড়া প্রবাসীরা। শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে পুরো বছর। তবে কালো তালিকাভুক্তরা রিক্যালিব্রেশন বৈধতার প্রোগ্রামে অংশ নিতে পারবেন না। ইমিগ্রেশন বিভাগের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এর আগে গত ১০ জানুয়ারি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মন্ত্রিপরিষদ বৈঠকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ম্যান পাওয়ার রিক্যালিব্রেশন প্রোগ্রামের (এমআরপি) জন্য বিশেষভাবে অবৈধ অভিবাসীদের রিক্যালিব্রেশন প্ল্যান দুই দশমিক শূন্য (আইআইআরপি) বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। ওইদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল অনথিভুক্ত বিদেশি শ্রমিকদের বৈধকরণের রিক্যালিব্রেশন প্রোগ্রামের ঘোষণা দেন।

আরও পড়ুন: গ্রিসে যে প্রক্রিয়ায় বৈধ হতে পারবেন বাংলাদেশিরা

পরে গত ১৮ জানুয়ারি দেশটির ইমিগ্রেশন মহাপরিচালক খায়রুল জাইমি দাউদ এক বিবৃতিতে ‘লেবার রিক্যালিব্রেশন প্রোগ্রাম (আরটিকে) দুই দশমিক শূন্য এর মাধ্যমে বিদেশি কর্মীদের বৈধতা দেওয়ার ঘোষণা দেন।

Advertisement

আরও পড়ুন: মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠানে সিলগালা

ওই ঘোষণার আলোকে শুক্রবার (২৭ জানুয়ারি) থেকে আরটিকে দুই দশমিক শূন্য এর মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে।

আরএডি/এএসএম

Advertisement