হাবিষ্ট গ্রুপের কমনথ্রেড লিমিটেড কারখানার শ্রমিক-কর্মচারীদের ৪ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে অনির্দিষ্টকালের অনশন পালন করছেন প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীরা।বুধবার রাত ৮টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অনশন পালন করছের তারা। এর আগে একই দাবিতে রবিবার থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে বলে জানিয়েছেন ফেডারেশনের নেতারা।জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, ‘গত তিন দিন শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। কর্তৃপক্ষ সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। তাই আমরা বুধবার রাত ৮টা থেকে শ্রমিকদের নিয়ে অনশন শুরু করি।’