ময়মনসিংহে গরু চুরির মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুল কাদিরকে (৫০) কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক মাহবুবা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Advertisement
আব্দুল কাদির জেলার নান্দাইল উপজেলা খারুয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
এর আগে শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ থেকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: তিন বছরের সাজা এড়াতে ২১ বছর পলাতক, অবশেষে ধরা
Advertisement
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ২০১৩ সালে আব্দুল কাদিরকে আসামি করে নান্দাইল থানায় গরু চুরির মামলা হয়। ওই মামলায় গ্রেফতারের পর তিনি জামিনে বের হয়ে দেশের বিভিন্ন জায়গায় পলাতক। এমতাবস্থায় তার অনুপস্থিতিতে আদালত আব্দুল কাদিরকে তিন বছরের সাজা ও তিন হাজার টাকা জরিমানা করে। আব্দুল কাদির পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল কাদিরকে গ্রেফতার করে।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম